বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক : এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের গুলশানের বাড়ি ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক’র নকশা বহির্ভূত হওয়ায় বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িটি রাজউকের কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে ভাঙা শুরু হয়।
স্কেভেটরসহ বিভিন্ন যন্ত্র দিয়ে রাজউকের উচ্ছেদ অভিযানটি শুরু করেন তারা।
অভিযান চালানোর আগে সকাল থেকে বন্ধ ছিলো বাড়ির বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবার সংযোগ।
শুরুতেই বাড়ির সামনের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়। এরপর বাড়ির মূল অংশ ভাঙ্গা শুরু করেন রাজউক কর্মীরা।
অভিযান চলাকালেই বাসিন্দাদের একে একে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখা যায়।
এ বিষয়ে রাজউক, ম্যাজিস্ট্রেট বা বাড়ির মালিকপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া ওই বাড়ির কোন কোন অংশ অবৈধ এবং কোন অংশ ভাঙ্গা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানা সম্ভব হয়নি।
এদিকে সেখানে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
হা-মীম গ্রুপ ছাড়াও ব্যবসায়ী এ কে আজাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর, দৈনিক সমকাল-এর মালিক।