রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
সিলেট প্রতিনিধি, কালের খবর :
সিলেট শহরতলীর শেখপাড়া গ্রামেই ফজলুর রহমানের বাড়ি। হামলাকারী ফয়জুরের পাশের বাড়ি তার। রাতে পুলিশ অভিযান চালিয়ে ফজলুর রহমানকে গ্রেপ্তার। পরে তাকে নিয়ে ফয়জুরের বাড়িতে তল্লাশী চালানো হয়। সিলেটের জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন, ফয়জুরের মামা ফজলুর রহমান সুনামগঞ্জ জেলা কৃষক লীগ নেতা। সে শেখপাড়া গ্রামে বসবাস করতো। জমি বেচাবিক্রি ব্যবসা করতো। সে সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সিনিয়র নেতা বলে জানা গেছে। তার সম্পর্কে আরও খোঁজ নেয়া হচ্ছে। সিলেটের শেখপাড়া গ্রামের স্থানীয় মেম্বার গিয়াসউদ্দিন জানিয়েছেন, ফজলুর রহমানের বাড়িও তাদের গ্রামে। গ্রামের কারো সঙ্গে তার সর্ম্পক ছিল না। কখনো মোটরসাইকেল আবার কখনো প্রাইভেট কার নিয়ে সে বাড়িতে আসতো। ওখানে তার স্ত্রী ও সন্তানরা থাকতো বলে জানান তিনি।
কালের খবর /৪/৩/১৮