রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদন :
খুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় দুই চার্জশিটে এবার ঢাকা সাইবার অপরাধ ট্রাইব্যুনাল আদালত (বাংলাদেশ) থেকে জামিন পেলেন খুলানার সাংবাদিক ইশরাত ইভা।
গতকাল সোমবার ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন।
এদিন, ইভার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট কাওসার হোসাইন ও অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, গত বছর খুলনার তকদির হোসেন বাবুর বিরুদ্ধে খুলনার কণ্ঠ পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় তার অপকর্মের খবর প্রকাশিত হয়। এর জের ধরে ভূমিদস্যু বাবু খুলনার খালিশপুর থানায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে ৫৭ ধারার অভিযোগে মামলাটি দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে দুটি চার্জশিট দাখিল করেন। একটি ৩৮৫ ধারা ও অন্যটি ৫৭ ধারাতে নেয়া হয়েছে। খুলনার আদালত থেকে ৩৮৫ ধারায় তারা জামিনে রয়েছেন।
কালের খবর -/২৭/২/১৮