রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন
নাইমুল ইসলাম নাইম গোপালগঞ্জ থেকে, কালের খবর : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস -ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫জন আহত হয়েছে।মঙ্গল বার দুপুর পৌনে ১টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডেরর কাছে এ দূর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকসুদপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ ভ্যানের চালক শাহজাহান শেখ (৪৫) একই উপজেলার ভূতপাশ গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া(৩০) ও রাতাইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্যা (২৭) আহতদেরকে কাশিয়ানী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও স্হানীয়রা ঘটননাস্হল থেকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে।নিহতের সংখ্যা অারো বাড়তে পারে আশংক্ষা অাছে বলে জানিয়াছেন কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুসাইন মুহাম্মাদ রায়হান জানিয়েছন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আজিজুর রহমান বলেন ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাট গামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রী বাহী বাসের সঙ্গে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালক ও হেলপার ঘটনাস্হলে মারা যায়।আহতদের কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
কালের খবর -/২৭/২/১৮