সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ তিন জেএমবি সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
২৫ ফেব্রুয়ারি, রবিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার জামিরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের শরিফুল ইসলাম, একই উপজেলার চাকলা গ্রামের জাকারিয়া ও আতাউর রহমান।
তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, চারটি বোমা ও ৫০০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরীর সরঞ্জাম, জেএমবির চাঁদা আদায়ের রশিদ ও কয়েকটি বই পাওয়া গেছে বলে র্যাব জানিয়েছে।
সকালে সংবাদ সম্মেলনে র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর আলম জানান, ইতিপূর্বে গ্রেফতার হওয়া জেএমবি সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই র্যাব রাজশাহী ও আশাপাশের জেলায় অভিযান চালিয়ে আসছিল। তেমনি এক অভিযানে আজ র্যাব এই তিনজনকে আটক করে। এদের মধ্যে শরিফুল ও জাকারিয়া বোমা তৈরিতে প্রশিক্ষিত বলে জানান র্যাবের এই কর্মকর্তা।