বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
কুমিল্লার মুরাদনগরে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে তিনি এ ঘটনা শিকার হন।
আক্রান্ত মুক্তিযোদ্ধা মুসলেউদ্দিন ( ৬৮)উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়া দিন। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ঘটনার স্বীকার বীর মুক্তিযোদ্ধা মুসলে উদ্দিন বলেন, সাম্প্রতি নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করেন, সাবেক এমপি ইউসুফ আবদুল হারুন এবং একই দলের জাহাঙ্গীর আলম সরকার ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। স্থানীয় মেম্বার জামাল হোসেনের আমন্ত্রণে আমি ঈগল প্রার্থীর একটি মিটিং এ এসেছিলাম, এটাই ছিল আমার অপরাধ। যদিও এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন তবুও রিফাতের ইশারায় এই ইউনিয়ন চলে। রিফাত কামাল্লা ইউনিয়নের যুবলীগের সভাপতি।
আমি আজ (গতকাল) বাড়ি থেকে চায়ের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হলে পথিমধ্যে, রিফাত হোসেন (৩৫) তার ভাই মামুন সরকার একই গ্রামের আবু মিয়া সরকার। একই গ্রামের ইদ্রিস মুল্লার দুই ছেলে শরিফুল ও আবু ঘটনার সময় উপস্থিত ছিলেন। প্রথমে রিফাত আমার উপরে আক্রমণ করলে পরক্ষণে তারাও আমার উপরে ঝাঁপিয়ে পড়েন । পিটিয়ে আমাকে পানির মধ্যে ফেলে দেন। জ্ঞান হারিয়ে ফেললে আমার মৃত্যু নিশ্চিত ভেবে হয়তো তারা ফিরে যান।
আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযুক্ত রিফাত হোসেনের মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন তুলেন নাই।
ইউনিয়নের চেয়ারম্যান বাশার মাস্টার বলেন, রিফাত সরকার অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। হেনো কোন কাজ নেই সে করেনা।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রবাসচন্দ্র ধর বলেন, মামলা প্রক্রিয়া দিন। তবে এখনো কেউ গ্রেফতার হয়নি।