রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি, কালের খবর :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মরহুম আব্দুর রশিদ মন্ডলের স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ আইনজীবী সমিতির উদ্যোগে এ স্মরনসভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতি ভবনে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্মরন সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ভবেশ চন্দ্র, এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট সরফরাজ আলী, অ্যাডভোকেট সিদ্দিকুল ইসলাম, অ্যাডভোকেট খাদেম হোসেন, অ্যাডভোকেট আলী রেজা বেলাল, অ্যাডভোকেট আলা উদ্দিন, অ্যাডভোকেট আবু মুসা সরকার, অ্যাডভোকেট গণেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট শহীদুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট মোমিন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল কাদের, অ্যাডভোকেট রতন, অ্যাডভোকেট শাহিন মন্ডল, অ্যাডভোকেট বিপুল, অ্যাডভোকেট আনিছুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট সিদ্দিক হোসেন, অ্যাডভোকেট সাধন, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, অ্যাডভোকেট পারভীন সুলতানা, অ্যাডভোকেট ফাহাদ সরকার, অ্যাডভোকেট মাহমুদুল হাসান মাসুদ, অ্যাডভোকেট হাসান মাহমুদ মুন্না, অ্যাডভোকেট মোস্তাফিজ, অ্যাডভোকেট ফয়জুল আলম রনন, অ্যাডভোকেট রাশেদ খান মুন, আইনজীবী সহকারী সমিতির সভাপতি রোস্তম আলী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সদস্য গোলাম মোস্তফা বিটুসহ আইনজীবী সহকারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মরহুম আব্দুর রশিদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
কালের খবর/১৯/২/১৮