শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তাড়াশে ইরি বোরো ধান কাটা শুরু। কালের খবর কাজ করতে গিয়ে বাড়িতে ফিরলো শ্রমিকের লাশ!। কালের খবর কুষ্টিয়ায় পানি সংকটে খাদ্য উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা। কালের খবর ডেমরায় ৬৭ নং ওয়ার্ডের মেহনতি মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন বিতরণ করেন জননেতা তৌফিকুর রহমান শাওন। কালের খবর যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর
সুন্দরগঞ্জে চার পুলিশ হত্যা ছিল জামায়াত শিবিরের নীল নকশা-ডিআইজি। কালের খবর

সুন্দরগঞ্জে চার পুলিশ হত্যা ছিল জামায়াত শিবিরের নীল নকশা-ডিআইজি। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে বামন ডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে জামায়াত-শিবিরের হামলায় নিহত চার পুলিশের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সভার শুরুতে ৪ পুলিশের স্মরণে ১ মিনিট নীরবতা পালেন মধ্য দিয়ে মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে মোঃ শফিকুজ্জামান সরকার অফিসার ইনচার্জ বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবদুল আলীম মাহমুদ,ডিআইজি বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশান্ত কুমার মাহাতো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাইবান্ধা, মিসেস আফরোজা বারী সভাপতি উপজেলা আওয়ামীলীগ সুন্দরগঞ্জ গাইবান্ধা, সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ সুন্দরগঞ্জ গাইবান্ধা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল জব্বার চেয়ারম্যান ১ নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ, মোঃ হাবিবুর রহমান হবি, বিশিষ্ট সাংবাদিক ও মোঃ আজগার আলী বীর মুক্তিযোদ্ধা। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন,চার পুলিশ হত্যা জামাত-শিবিরের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ সদস্যরা দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকে।এরা রাষ্ট্রীয় যন্ত্র।দেশের প্রচলিত আইনে পুলিশ হত্যাকারীদের বিচার করা হবে। তিনি আরও বলেন, জামায়াত-শিবির দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না বলে ২৮ ফেব্রুয়ারি ২০১৩ সালের আজকের এই দিনে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণা করলে জামায়াত শিবির ও জঙ্গি সর্মথকরা বিজ্ঞ আদালতের রায় অমান্য করে সারাদেশে হত্যাযজ্ঞ চালায়, এদের বিরুদ্ধে জনগণকে সর্বদা সজাগ থাকতে হবে,তিনি আরও বলেন, যারা স্বাধীনতাবিরোধী তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই । আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার গাইবান্ধা। এর আগে জামাত শিবির কর্তৃক নৃশংসভাবে নিহত শহীদ ৪ পুলিশ মোজাম্মেল হক, বাবুল মিয়া, হযরত আলী, খাজা নাজিমুদ্দিন এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিবৃন্দ। এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ,বিবর্তন নাট্যচক্র, বামনডাঙ্গা শাপলা কুড়ির আসর, সারগাম সংগীত একাডেমী সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভা শেষে নিহত ৪ পুলিশের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করা হয়। পড়ে নিহত পরিবারের মধ্যে ডিআইজি, গাইবান্ধা পুলিশ সুপার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী নগদ অর্থ প্রদান করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com