বিদেশে ভ্রমণ শেষে ফিরতি পথে অনেক কিছুই কিনে আনেন অনেকে। এয়ারপোর্টে সমস্যা এড়াতে জেনে নিন কোনো শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে কোন জিনিসগুলো।
গৃহস্থালি পণ্য
- ১০০ গ্রাম ওজন পর্যন্ত সোনার গয়না এবং ১২টি পর্যন্ত ২০০ গ্রাম ওজনের রুপার গয়না।
- ব্যক্তিগত ব্যবহারের খেলার সরঞ্জাম।
- টাইপরাইটার, বাড়িতে ব্যবহারের সেলাই মেশিন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান।
- রান্নাঘরের জিনিসপত্র, যেমন রাইস কুকার, প্রেশার কুকার, গ্যাস ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, টোস্টার, স্যান্ডউইচ মেকার, ব্লেন্ডার, ফুড প্রসেসর, জুসার ও কফি মেকার।
- বিদেশ থেকে কোনো অসুস্থ যাত্রী এলে সেই যাত্রীর চিকিৎসায় প্রয়োজনীয় যন্ত্রপাতি।
- ১৫ বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট।
ইলেকট্রনিকস পণ্য
- সর্বোচ্চ দুটি মোবাইল ফোনসেট।
- ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এবং সঙ্গে একটি ইউপিএস।
- কম্পিউটার স্ক্যানার, প্রিন্টার ও ফ্যাক্স মেশিন।
- পেশাদার কাজে ব্যবহৃত হয় না এ রকম ভিডিও এবং ছবি তোলার ডিজিটাল ক্যামেরা।
- ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর
- ২৯ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, সিআরটি টেলিভিশন।
- সর্বোচ্চ চারটি স্পিকারসহ সিডি, ভিসিডি, ডিভিডি, এলডি বা ব্লু ডিস্ক প্লেয়ার।