শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
ডেমরায় রপ্তানিমুখী গার্মেন্টের কোটি টাকার টি-সার্ট চুরি : গ্রেফতার ৭

ডেমরায় রপ্তানিমুখী গার্মেন্টের কোটি টাকার টি-সার্ট চুরি : গ্রেফতার ৭

এম আই ফারুক, ডেমরা, ঢাকা  :

রাজধানীর ডেমরায় র‌্যাব-৪ এর অভিযানে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সেলিব্রেটি এক্সপোর্ট গার্মেন্ট লি.’ নামে একটি রপ্তানিমুখী কারখানার প্রস্তুত করা বিপুল পরিমান টি-সার্ট চুরি হওয়ার সময় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে স্পেনে রপ্তানির জন্য নির্ধারিত ৬৭১ টি কার্টুনে ২৪ হাজার ৫০০ পিস টি-সার্ট উদ্ধার করা হয়। যার অনুমান মূল্য ১ কোটি টাকা। এ ঘটনায় ১ টি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ট-১৮-০৪৪২) জব্দ করা হয়। রোববার বেলা ১১ টার দিকে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম বন্দরে পাঠানো কাভার্ড ভ্যান থেকে উদ্ধার টি-সার্টগুলো চুরি করার সময় ডেমরার মীরপাড়া আয়েশা প্যাকেজিং ভবনের দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো. তাওহিদুল কাউসার (৪২), মো. নাজিম (৩৫), মো. মাসুদ (৩৫), দুলাল মিয়া (৪৫), মো. মিরাজ উদ্দিন (৩৩), মো. সাইফুল ইসলাম (২২) ও আব্দুল্লাহ আল মাসুদ (৩০)। এ ঘটনায় ওই চোর চক্রের আও ৪/৫ জন পলাতক রয়েছে। এ বিষয়ে গ্রেফতারকৃতদেও বিরুদ্ধে শনিবার দিবাগত রাতে ডেমরা থানায় মামলা দায়ের করেন সেলিব্রেটি গার্মেন্টের ম্যানেজার মো. হাবিবুর রহমান।

বাদির বরাতে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, সেলিব্রেটি গার্মেন্ট দীর্ঘদিন ধরে আমেরিকা, ফ্রান্স, অস্ট্রোলয়া, নিউজিল্যান্ড ও জামার্নিসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রস্তুত করা টি—সার্ট রপ্তানি করে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ওই গার্মেন্টের টি—সার্ট চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হয়। এদিকে দীর্ঘ সময় ধরে রপ্তানির পর চট্টগ্রাম বন্দর ও বিদেশী পতিষ্ঠান সেলিব্রেটি গার্মেন্ট কর্তৃপক্ষকে জানায় রপ্তানি করা মালামাল ওজনে কম যা পরবর্তীতে আবারও পাঠানো হয়। এতে অনেক আর্থিক ক্ষতির সম্মুখিন হয় ওই গার্মেন্ট।
ওসি আরও বলেন,গ্রেফতার চোর চক্রটি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির চালকের মাধ্যমে জব্দ কাভার্ড ভ্যানটির সিলগালা অক্ষত রেখে পথিমধ্যে কৌশলে নাট খুলে টি—শার্ট চুরি করে আসছিলো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com