রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন
কলেজ প্রতিনিধি :
প্রভাষক ও সহকারী শিক্ষক পদে ৮ জন শিক্ষক এবং অন্যান্য পদে ৫ জনকে নিয়োগ দেবে যশোরের বি এ এফ শাহীন কলেজ। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম ও পদসংখ্যা:
১. প্রভাষক (আইসিটি)-০১ জন (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএসসি।
২. প্রদর্শক (জীববিজ্ঞান)-০১ জন (সৃষ্ট পদ)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএসসি।
৩. সহকারী শিক্ষক (ইংরেজি)-০২ জন (সৃষ্ট পদ)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএ/এমএসসি।
৪. সহকারী শিক্ষক (বাংলা)-০১ জন (সৃষ্ট পদ)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএ/এমএসসি।
৫. সহকারী শিক্ষক (গণিত)-০১ জন (সৃষ্ট পদ)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএ/এমএসসি।
৬. সহকারী শিক্ষক (গণিত) ইংলিশ মিডিয়াম-০১ জন (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএ/এমএসসি।
৭. সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) ইংলিশ মিডিয়াম-০১ জন(অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে সম্মানসহ এমএ/এমএসসি।
৮. মাহিলা প্রশিক্ষক (নৃত্য)-০১ জন (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
৯. বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষক-০১ জন (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
১০. মাইক্রোবাস ড্রাইভার-০১ জন (সৃষ্ট পদ)
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
১১. ৪র্থ শ্রেণি কর্মচারী-০১ জন (সৃষ্ট পদ)
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
১২. পরিচ্ছন্নকর্মী (মহিলা)-০১ জন (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
উল্লেখ্য, শিক্ষা জীবনের কোনো স্থরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ, বি এ এফ শাহীন কলেজে যশোর এর অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে অফেরতযোগ্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তিন (৩) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ভোটার আইডি কার্ড এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং নিজ হাতে লেখা আবেদনপত্র প্রতিষ্ঠানের ঠিকানায় জমা দিতে হবে।
যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন : সম্পাদক, পরিচালনা পরিষদ, বি এ এফ শাহীন কলেজ যশোর, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর সেনানিবাস, যশোর।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদন পৌঁছাতে পারবেন।
কালের খবর/১৬/২/১৮