শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
মোঃ জসিম উদ্দিন, বিশেষ প্রতিনিধি, কালের খবর :
এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্হান কর্মসূচি পালন করে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। কর্মসূচিতে প্রথমবারের মতো জোটভূক্ত হয়ে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি মিছিল সহকারে সকাল ১১ টায় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্হিত ছিলেন চাঁদপুরের বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন, সুশান্ত ভাওয়াল, সহসাধারণ সম্পাদক আসমান আলী, সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সাইফুল ইসলাম, পরিমল চন্দ্র ঢালী। জাতীয় পরিষদ সদস্যদের মধ্যে ছিলেন মো. মোজাম্মেল হোসেন ঢালী মো. মো. কামাল হোসেন, বাকী বিল্লাহ, মো. জাহাঙ্গীর আলম রতন, মো. মাহফুজুর রহমান, মো. বাবুল হোসেন।
অবস্হান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব, কেন্দ্রীয় সহসভাপতি সুশান্ত ভাওয়াল,