সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর, ঢাকা :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। নেতাকর্মীদের কীভাবে মূল্যায়ন করতে হয় সেটা আমি জানি। যার যার কর্ম অনুযায়ী আমি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবো। সংগঠনে কোন মনোমালিন্য বা বিরোধ দেখতে চাই না। সকলকে নিয়ে কাজ করবো। কে আমার কতদিনের পরিচিত কতটা অনুগত তা দেখবো না। দলের স্বার্থে যাকে যেখানে মূল্যায়ন করা দরকার সেখানেই করবো। শনিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে ১০ ডিসেম্বর ঢাকা জনসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন বিএনপি চূড়ান্ত ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে তখন আমাদের নেতা তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন। নিশ্চয়ই আমাদের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। সে প্রত্যাশা পূরণ করতে আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য বেশি দিতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে। তিনি আরও বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। সেটা যেন আমাদের কাজে প্রভাব না ফেলে। কমিটি গঠনের পূর্বে কার সাথে কী সম্পর্ক ছিল এটা যেন কেউ বিবেচনা না করে। আমরা আপনাদের মতামতের গুরুত্ব দেব বেশি। কারণ আপনারা ফিল্ডে কাজ করেন। আমরা আহবায়ক কমিটি। অল্প সময়ের জন্য এসেছি। আমাদের কাজই হল সকল ইউনিটের কমিটিগুলো তৈরি করা এবং একটি সম্মেলনের মাধ্যমে জেলার কমিটি প্রতিষ্ঠা করা। আমি এ কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই। অতীতে যারা দায়িত্বে ছিলেন তারাও অনেক কিছু এ দলের জন্য দিয়েছেন। আমরা তাদেরও সাহায্য চাই। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের নারায়ণগঞ্জ জেলার দায়িত্ব দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদেরও ধন্যবাদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন, ১ম যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, মনিরুল ইসলাম রবি, মাশুকুল ইসলাম রাজিব, এনসিসি কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবালসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।