সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, কালের খবর : যাত্রাবাড়ি থানাধীন ৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের প্রয়াত সভানেত্রী রাফিকুন্নাহার হেলেনের প্রথম মৃত্যু বার্ষিক উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, রাফিকুন্নাহার হেলেন আওয়ামী লীগের দুর্দিনের একজন তঢ়াগী ও পরীক্ষিত নেতা ছিলেন। সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রনি ভূমিকা রাখেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পরকালে শান্তিতে রাখবেন এই প্রত্যাশা করছি।
৪৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিনা জাফরের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম অনু।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ মিলন, যুগ্ম সাধারন সম্পাদক এম এ আর এস মহসিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।