মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন
ইয়াসিন আরাফাত (আশিক), ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা- ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে বয়েআসা হাওড়া নদীর উত্তাল ঢলে, পাড় ভাঙ্গনে প্লাবিত হয়েছে প্রায় ২৫ টি গ্রাম ও পানিবন্দি হয়ে আছে শতাধিক পরিবার, এতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নানান ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন জেলা প্রশাসক ও আখাউড়া উপজেলা প্রশাসন। স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা যায়- শুক্রবার সকাল থেকে টানা ভারী বৃষ্টি বর্ষণে ও ত্রিপুরা রাজ্যে থেকে বয়ে আসা হাওড়া নদীর পানির উত্তাল চাপের ঢলে সীমান্তবর্তী কর্নেল বাজারের পূর্ব আইল গ্রামের উপর দিয়ে। আজ শনিবার (১৮ ই জুন) ভোরে আনুমান চারটা বাজে রাস্তাটি ভেঙ্গে হাওড়া নদীর পানিতে তলিয়ে পড়ে মনিয়ন্দ ও মোগড়া ইউনিয়নের প্রায় ১৪ টি গ্রাম। অনেকগুলো ঘরবাড়ি, রাস্তা ঘাট, কৃষকের ফসলি ধানের জমিসহ, হাওড়া নদীর ঢলের পানিতে পুকুর তলিয়ে ভেসে গেছে মাছ চাষীদের লক্ষাধিক টাকার মাছ। পানিবন্দি হয়ে আছে প্রায় শতাধিক পরিবার। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম তিনি আজ সকালে বন্যার্ত দুর্ভোগ দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনকালে তিনি একথা বলেন- ইতিমধ্যেই আমরা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা করব, সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা তা ঐসকল ক্ষতিগ্রস্ত পরিবারদের কে সহায়তা করব। এদিকে চেকপোষ্ট কালন্দি খাল দিয়ে ভারত থেকে বয়েআসা ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করেছে, অতিবৃষ্টির কারণে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে পানি, বৃষ্টি ও ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট, পুলিশ ইমিগ্রেশন কার্যালয়, কাস্টম হাউস, স্থলবন্দর সি এন্ডএফ এজেন্ট ও আমদানি- রপ্তানিকারকসহ ভিবিন্ন ব্যাবসায়ী প্রতিষ্ঠান ঢলের পানিতে সামান্য তলিয়ে গেছে বলেও স্হানীয়রা জানান। তলিয়ে গেছে আরো উপজেলা দক্ষিণ ইউনিয়নের প্রায় ৮/৯ টি গ্রাম। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্যজাই মারমা তিনি বলেন, বন্যার পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন ইতিমধ্যেই নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। বন্যার দুর্ভোগ পরিবারেরদের জন্য সরকারী সহায়তাসহ আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যাবহারের জন্য, ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আমরা প্রস্তুত রেখেছি।