শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর
হরিষে বিষাদ ! বাঘারপাড়ায় ঈদগাঁহের দেওয়াল ও প্যান্ডেল ভেঙ্গে ৪ জন আহত। কালের খবর

হরিষে বিষাদ ! বাঘারপাড়ায় ঈদগাঁহের দেওয়াল ও প্যান্ডেল ভেঙ্গে ৪ জন আহত। কালের খবর

বাঘারপাড়া যশোর থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর : করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দুই বছর পর হলেও অনেক প্রত্যাশা ও আনন্দ ঘন পরিবেশের মাধ্যমে এবছর ঈদুল ফিতর উৎসব উদযাপন করার ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঐতিহ্য বাহী সম্মিলিত বাগডাঙ্গা ঈদগাঁ ময়দান আয়োজক কমিটি সহ এলাকার তরুণ সমাজ । কিন্তু শেষ পযর্ন্ত প্রাকৃতিক দূর্যোগের কবলে পড়ে তাদের সব আয়োজন লন্ডভন্ড হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাঁ মাঠে আগত প্রায় হাজার খানেক মোসল্লি ঝড়বৃষ্টির কবলে পড়ে । প্রচন্ড ঝড়বৃষ্টির একপর্যায়ে ঈদগাঁহের দেওয়াল ও প্যান্ডেল ভেঙ্গে পড়ে ৪ জন আহত হয়েছে। প্রতাক্ষ্যদর্শী মোঃ তুহিন আক্তার পলাশ জানায়, ঈদুল ফিতরের দিন সকাল ৮- টা ১০ মিনিটের দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে ঈদের মাঠের প্যান্ডেলসহ সকল সাজসজ্জা ভেঙ্গে ছিড়ে লন্ডভন্ড হয়ে যায়। ঈদগাঁ, র ভীতরে তখন প্রায় হাজার খানেক মোসল্লি উপস্থিত ছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে পরিচালনা কমিটির সিদ্ধান্তে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে নামাজ শুরু করে। নামাজরত অবস্থায় মুষুলধারে বৃষ্টি শুরু হলে বেশির ভাগ লোক ঈদগাঁ থেকে বেরিয়ে যায় । নামাজ শেষে ঝড়বৃষ্টির চাপে ঈদগাঁ, র দেওয়াল ধ্বসে ও প্যান্ডেল ভেঙে বাশখুটির আঘাতে ৪ জন মোসল্লি আহত হয়েছে। আহতরা হলেন, ওয়াদিপুর গ্রামের তুহিন আক্তার পলাশ (৩৫) তার ছেলে নোমান( ৯) জামালপুর ( ভিটেরপর) গ্রামের ঈমান আলী (৫৫)রাধানগর গ্রামের হারুন আলি (৪৫) তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে । উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঐতিহ্য বাহী সম্মিলিত বাগডাঙ্গা ঈদগাঁ মাঠে দীর্ঘ প্রায় ৫০/৬০ বছর ধরে জামালপুর, ওয়াদিপুর, ঘোষনগর , বাগডাঙ্গা, রাধানগর মোট (৫ টি) গ্রামের কয়েক হাজার মানুষ প্রতি বছর একসাথে ঈদের জামাত করে থাকে। যার ধারাবাহিকতায় এবছর ও উৎসব মুখর পরিবেশের মধ্যে ঈদের জামাত সম্পন্ন করার উদ্দেশ্য নিয়ে ঈদ পূর্ণ মিলনীর আয়োজন করে ঈদগাঁ কমিটি ও এলাকার তরুণ সমাজ ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com