মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা
বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১লা জানুয়ারি শনিবার দুপুরে নবীনগর উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব কাজী
মো. মামুনুর রশীদ।
নবীনগর উপজেলা জাতীয় পার্টি সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী রজব আলী মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়পার্টির আহবায়ক এড. আব্দুল্লাহ আল হেলাল, সদস্য সচিব সৈয়দ মো. মোকাবের, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, মহিলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক কাজী নয়ন তারা বেগম, জাতীয় শ্রমীক পাটির সভাপতি সাদেক আলি, যুব সংহতির সভাপতি মহসিন হোসেন রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় কাজী মামুনুর রশীদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন আর পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এই দেশগঠন করেছেন। এই দেশের যত জেলা উপজেলা তার অবকাঠামোগত উন্নয়ন পল্লীবন্ধু করেছেন। জনগণ আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।