শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর জুলাইয়ের শহীদ পরিবারদেরকে তারেক রহমানের পক্ষ থেকে নবীউল্লা নবীর আর্থিক সহায়তা ও খাদ্য বিতরণ। কালের খবর
চাঁদা দেয়া বন্ধ করায় ডেমরায় দলিল লেখককে মারধরের অভিযোগ আ’লীগ এমপি মনু’র বিরুদ্ধে

চাঁদা দেয়া বন্ধ করায় ডেমরায় দলিল লেখককে মারধরের অভিযোগ আ’লীগ এমপি মনু’র বিরুদ্ধে

এম আই ফারুক, ডেমরা, ঢাকা :

ঢাকা-৫ আসনের আ’লীগের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর বিরুদ্ধে ডেমরার এক দলিল লেখককে মারধর এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকালে ডেমরা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এমপির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী। তবে এ ঘটনায় এমপির বক্তব্য পাওয়া যায়নি, তার ব্যবহৃত ফোনটি বন্ধ।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডেমরায় সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে বিপুল সংখ‌্যক নেতাকর্মী নিয়ে এসে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খানকে আকস্মিকভাবে ‘কোনো কারণ ছাড়াই’ মারধর করেন সংসদ সদস‌্য।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ‘দুপুরে খাওয়া-দাওয়া করে কেবল বসেছি। ওই সময় এমপি সাহেব ৫০/৬০টি মোটরসাইকেল নিয়ে এসে গালাগালি শুরু করেন। গালামন্দের কারণ জানার আগেই তিনি আমাকে চেয়ার দিয়ে আঘাত করেন। গ্লাস ছুড়ে মারেন। নেতাকর্মীরা চোখ তুলে ফেলবে বলে হুমকি দেন।’

কী কারণে এমন আচরণ হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সঙ্গে তো উনার কোনো বিরোধ নেই। এতোদিন দলিলপ্রতি এক হাজার টাকা গ্রাহকদের কাছ থেকে নেওয়া হতো। আমরা সেটি বন্ধ করে দিয়েছি। এটা দেওয়ার কোনো নিয়ম নেই। হতে পারে সে কারণে।’

তিনি আরো বলেন, ‘অনেকদিন ধরেই সাব-রেজিস্ট্রার অফিসে কাজী মনিরুল ইসলাম তার অনুগত দুজন ব‌্যক্তি সাইফুল ইসলাম লিটন ও বোরহানের মাধ‌্যমে ওই এক হাজার টাকা নিতেন। তাদের হয়ে সাব-রেজিস্ট্রার অফিসের কপিস্ট শাহিনা বেগম এই টাকা অতিরিক্ত তুলতেন। এটা আমরা বন্ধ করছি। এটার জন‌্য হতে পারে বলে আমরা মনে করছি।’

সংসদ সদস‌্যের এমন আচরণের পর চরম নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে আনোয়ার বলেন, ‘বিষয়টি আমি ডেমরা থানায় জানিয়েছি।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে কাজী মনিরুল ইসলাম মনু তার শ‌্যালক রবিনসহ ৫০/৬০টি মোটরসাইকেল নিয়ে ডেমরার বাঁশেরপুল এলাকায় ডেমরা সাব-রেজিস্ট্রার অফিসে আসেন। এসময় দ্রুত দলবল নিয়ে মল্লিকা ফেরদৌস টাওয়ারের দ্বোতলায় ডেমরা সাব-রেজিস্ট্রি দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির অফিসে গিয়ে আনোয়ার হোসেনকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। পরে নিচে আনোয়ার হোসেনের অফিসে এসে তাকে মারধর করেন।

দলিল লেখকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জীবিত থাকা অবস্থায় কখনো এমন ঘটনা ঘটেনি। ওই অতিরিক্ত এক হাজার টাকাও নেওয়া হতো না। কাজী মনিরুল ইসলাম মনু এমপি হওয়ার পর ওই ধারা চালু করেন। অফিসে তিনি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নিজের মতো করে নিয়মতান্ত্রিকভাবে গঠিত কমিটি বাদ দিয়ে দলিল লেখক সমিতির কমিটিও করে দিয়েছেন।

ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি ফাইজুল হক খাঁন বলেন, ‘কাজী মনিরুল ইসলাম মনু এমপি কেন হঠাৎ এমন কাজ করলেন আমরা তা বুঝতে পারছি না। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা আতঙ্কে আছি।’

তিনি বলেন, ‘কোনো সমস‌্যা হলে আমাদের সঙ্গে উনি বসে কথা বলতে পারতেন। এতে যে কোনো বিষয়ে শান্তিপূর্ণ সমাধানে আসতে পারতাম। এখন আমরা একটা আতঙ্কময় পরিস্থিতিতে রয়েছি। আমরা এখন কী করব তা বুঝতে পারছি না।’

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে ভুক্তভোগী আনোয়ার হোসেন থানায় এসে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। তিনি হুমকি-ধামকির বিষয়ে অবহিত করেছেন।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com