বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন
মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সম্মানিত সদস্য মরহুম ডা. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায়, প্রেসক্লাবের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সিনির সহ সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধরণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মো. হোসেন শান্তি, শাহানুর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, মনির হোসেন, পিয়াল হাসান রিয়াজ, সাধন সাহা জয় প্রমুখ।
পরে বিশেষ দোয়া পরিচালনা করেন নবীনগর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মো. রফিকুল ইসলাম।