শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যৌথ বাহিনীর অভিযান: থানচি-রুমা-রোয়াংছড়ি ভ্রমণে বারণ সাতক্ষীরার দেবহাটায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত পাঁচ। কালের খবর সাপাহারে রাতের অন্ধকারে ফলন্ত আম গাছ কাটল দূর্বৃত্তরা। কালের খবর বাঘারপাড়ায় হাঙ্গার প্রজেক্টের সামাজিক সম্প্রীতি কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসার’র মতবিনিময়। কালের খবর রায়পুরায় মরহুম ডাঃরোস্তাম আলীর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে ইফতার ও দোয়া মাহফিল। কালের খবর ভাতৃত্ববোধ সুদৃঢ় করতে রায়পুরাতে দোয়া ও ইফতার। কালের খবর রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা। কালের খবর ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে গুনীজনদের আলোচনা সভা সম্পন্ন। কালের খবর আরজেএফ’র উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন। কালের খবর সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে ২৪ জন হরিন শিকারীর আত্মসমর্পণ। কালের খবর
স্মরণকালেরর্্যালী করতে চায় দক্ষিণ আওয়ামী লীগ। কালের খবর

স্মরণকালেরর্্যালী করতে চায় দক্ষিণ আওয়ামী লীগ। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : আগামী ২০মার্চ রাজধানীতে স্মরণকালের র‌্যালী করতে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ। র‌্যালি সফল করতে গত ১০ মার্চ ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালির প্রস্তুতি গ্রহণের’ এক বর্ধিত সভায় দক্ষিণ আওয়ামী লীগের অর্ন্তগত সকল থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাদের বিশেষ নির্দেশণা দিয়েছেন নগরের শীর্ষনেতা বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তাদের নির্দেশনা মোতাবেক র‌্যালী সফল করার লক্ষে গত কয়েকদিন ধরে তৃণমূল নেতাদের নিয়ে ওয়ার্ড-থানা নেতারা নিজ নিজ এলাকায় বর্ধিত সভা-আলোচনা সভা করে আসছেন। একইসাথে এরমধ্যদিয়ে তৃণমূল পর্যায়ে নিষ্ক্রীয় হওয়া নেতাদের সক্রিয় করার চেষ্টা করছেন তারা। শুধু তাই নয়, তৃণমূলের নেতাদের উজ্জীবিত করার মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালিকে স্মরণকালের র‌্যালি হিসেবে উপহার দিতে ব্যাপক লোক-সমাগমের প্রস্তুতি চলছে। মূল দলসহ সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং দলের সমমনা সংগঠনগুলোকেও এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মহানগর দক্ষিন ও কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার বিকেলে ৪টায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর শনির আখড়ায় র‌্যালি সফলের লক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঢাকা-৫আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মোল্লা। এ সময় ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায় আবুল আলিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোমবার বিকালে ডেমরার জামদানি বাজারে ডেমরা থানা আওয়ামী লীগের উদ্যোগে ২০ মার্চের র‌্যালি সফল-মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করে ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। বর্ধিত সভা পরিচালনা ও নেতাকর্মীদের বিশেষ দিক-নির্দেশনা দেন ডেমরা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। এতে ডেমরা থানার অর্ন্তগত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে গত রোববার যাত্রাবাড়ি থানাধীন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করেছে। এতে সভাপতিত্ব করেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের মুখপাত্র ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু। এ সময় স্থানীয় নেতাকর্মীদের ২০ মার্চের র‌্যালি সফল করতে নানা দিক-নির্দেশনা দেন নেতারা। মহানগরের র‌্যালি সফলের লক্ষে আজ ওয়ারী থানা আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা করবে। এতে সভাপতিত্ব করবেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। পরিচালনাসহ নেতাকর্মীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন। ঢাকা মহানগর দফতর সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বর্ণাঢ্য র‌্যালিটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর সামনে থেকে বিকাল ৩টায় শুরু হয়ে ধানমণ্ডির ৩২নাম্বারে গিয়ে শেষ হবে। এই র‌্যালিকে সামনে রেখে এরইমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণভবন ও ৩২ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ, ধানমণ্ডি-৩/এ তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের সামনের সড়কটি আলোকসজ্জায়, তোরণ ও ফেস্টুনে সুসজ্জিত থাকবে। প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০ মার্চ রাজধানীতে লাখো জনতার সমাবেশ- র‌্যালি করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওই দিন বিকাল ৩ টায় এ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। গত বুধবার (১০ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালির প্রস্তুতি গ্রহণের’ এক বর্ধিত সভায় এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ লাখো জনতার সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী করবে। আগামী ২০ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ সামন থেকে সমাবেশ করে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০ মার্চের স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বর্ণাঢ্য র‌্যালিটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমণ্ডির ৩২নাম্বারে গিয়ে শেষ হবে। তবে সবকিছুই করা হবে স্বাস্থ্যবিধি মেনে। তিনি বলেন, যেহেতু বিশ্বব্যাপী বৈপ্লবিক করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ফের বাড়ছে, সেই দিক বিবেচনা কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, আমাদের কর্মসূচি সফল করতে এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নগরের এই র‌্যালিটি আমরা জাঁকজমকপূর্ণ ভাবে করতে চাই। তাই সকলকে সর্বোচ্চটা দিয়ে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান হেদায়েতুল ইসলাম স্বপন। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র প্রচার, অফিস আলোকসজ্জা, তোরণ নির্মাণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরা হবে। তিনি বলেন, আগামী ২০ মার্চ শুধু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ মাঠে থাকবে। সেইদিন আমরা প্রমাণ করতে চাই, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ সর্বদিক দিয়েই শ্রেষ্ঠ। তিনি বলেন, ২০মার্চে রাজধানীতে অনুষ্ঠিত র‌্যালিতে পুরান ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। এতে কেউ হাতি, আবার কেউ কেউ ঘোড়ার গাড়িতে নিজ নিজ ঐতিহ্য প্রদর্শণ করবে র‌্যালিতে। সবমিলিয়ে এক আনন্দঘন পরিবেশ বজায় থাকবে। তবে করোনার অবস্থা খারাপের দিকে ধাবিত হলে,র‌্যালি হয়তো স্থগিত রাখা হতে পারে বলে জানান নগরের এই শীর্ষ নেতা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com