রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ অপরাহ্ন
কালের খবর : সমকামিতা মানসিক বিকারের একটি রূপ। এমনই মনে করে ইন্দোনেশিয়া সরকার।
ইন্দোনেশিয়ার সরকার একটি তালিকা প্রকাশ করে জানায় এই দেশে যে বা যাঁরা সমকামিতায় আসক্ত তাঁরা মানসিক ভাবে অসস্থ। এককথায় বলতে গেলে পাগলদের একটি মানসিক বিকার এই সমকামিতা। কাজেই দেশের যে নাগরিকরা সমকামী মনোভাবাপন্ন তাঁদের অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন বলে মনে করছে ইন্দোনেশিয়া সরকার। শুধু তাই নয় যাঁরা সমকামী কার্যকলাপ করবেন তাঁদের সেই মনোভাব দেশবিরোধী বলে বিবেচিত হবে। এবং তাঁদের স্বাভাবিক জীবনযাপন করার অধিকার দেবে না সরকার। যদিও ইন্দোনেশিয়ার এই অদ্ভুত নিয়ম নতুন নয়।
ইন্দোনেশিয়ায় বিয়ের আগে কোনও রকম শারিরীক সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করা হয়। এর জন্য প্রকাশ্যে বেত্রাঘাত করা হয় অভিযুক্তদের। এমনই আজব নিয়মে জর্জরিত দেশটি। দেশের অধিকাংশ বাসিন্দাই মুসলিম ধর্মাবলম্বী। এবং এখানে গভীরভাবে শরিয়তি আইন মেনে চলা হয়।