রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন
কালের খবর : সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান বিচারপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান।
স্মৃতিসৌধের বেদীতে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং অন্যান্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন।