বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর
সাপ্তাহিক বাজার দর : ঈদের পরও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। কালের খবর

সাপ্তাহিক বাজার দর : ঈদের পরও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামে। কালের খবর

কালের খবর রিপোর্ট :

রোজার আগে প্রতি কেজি গরুর মাংস ৪৮০-৫০০ টাকায় বিক্রি হলেও রমজান ও ঈদে তা ৬০০ থেকে ৬৫০ টাকায় ঠেকে। কিন্তু ঈদের এক সপ্তাহ পার হলেও এখনও তা বাড়তি দরেই বিক্রি হচ্ছে।

তবে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা, রসুন, এলাচসহ একাধিক মসলার দাম কমছে। বেড়েছে আলু ও ডিমের দাম।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার, রায়সাহেব বাজার ও মালিবাগ বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কারওয়ান বাজারে নিত্যপণ্য কিনতে আসা মো. মাসুম কালের খবরকে  বলেন, রোজা ও ঈদে বিক্রেতারা বাড়তি মুনাফা করতে প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকার উপরে বিক্রি করেছে। বাজার তদারকির অভাবে সেই বাড়তি দরে এখনও বিক্রি হচ্ছে। দেখার যেন কেউ নেই। কিন্তু সরবরাহ স্বাভাবিক। যে কয় কেজি চাহিদা সে পরিমাণ কেনা যাচ্ছে, তবে বেশি দামে।

কারওয়ান বাজারের মাংস বিক্রেতা ওলি মিয়া কালের খবরকে  বলেন, দেশে করোনা পরিস্থিতির শুরু থেকে পরিবহন সংকটে সরবরাহ কমার কারণে গরুর মাংসের দাম বেড়েছিল। তা এখনও বজায় রয়েছে। তবে এখন সরবরাহ বাড়ছে। আশা করি কয়েক দিনের মধ্যে দাম কমে আসবে।

এদিকে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ দিন প্রতি হালি (৪ পিস) ফার্মের ডিম বিক্রি হয়েছে ৩০-৩৪ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২৫-২৮ টাকা। মান ভেদে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ২৮-৩০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ২৫-২৮ টাকা।

নয়াবাজারের ডিম বিক্রেতা লাবলু কালের খবরকে বলেন, পাইকারি বাজারে ডিমের সরবরাহ কম। পাইকাররা বেশি দামে এনে আমাদের কাছে বেশি দামে বিক্রি করছেন। আর আমাদের মতো খুচরা বিক্রেতাদের বেশি দামে এনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, আদা-রসুন, এলাচসহ একাধিক মসলার দাম। এ দিন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ৪৫-৫০ টাকা।

আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা। যা সাত দিন আগে ছিল ৪০-৫০ টাকা। মানভেদে প্রতি কেজি দেশি রসুন বিক্রি হয়েছে ৯০ থেকে ১২০ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১১০-১৩০ টাকা। আমদানি করা রসুন বিক্রি হয়েছে ১২০-১৩০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগে ছিল ১৫০-১৭০ টাকা। প্রতি কেজি দেশি আদা বিক্রি হয়েছে ১৪০-১৫০ টাকা। যা সাত দিন আগে ছিল ২০০-২২০ টাকা।

মানভেদে আমদানি করা প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৫০-১৮০ টাকা। যা সাত দিন আগে ছিল ১৭০-২০০ টাকা। প্রতিকেজি জিরা বিক্রি হয়েছে সর্বোচ্চ ৪৫০ টাকা। যা সাত দিন আগে ছিল ৫৫০ টাকা। প্রতি কেজি দারুচিনি বিক্রি হয়েছে ৪০০ টাকা। যা সাত দিন আগে ছিল ৪৫০-৪৬০ টাকা। প্রতি কেজি এলাচ বিক্রি হয়েছে ৩০০০-৩২০০ টাকা কেজি। যা সাত দিন আগে ছিল ৪০০০-৪১০০ টাকা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com