বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
সারাদেশে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র নির্দেশে গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়ে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে মাধবদী থানা ছাত্রলীগের নেতাকর্মীরা।বুধবার (২২শেএপ্রিল) ছাত্রলীগ কর্মীরা নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের এলাকায় দিনভর দ কৃষকের জমির ধান কেটে দেয়। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু র নেতৃত্বে মাধবদী থানা ছাএলীগের ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে কৃষক সুমন মিয়ার বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা।
এদিকে, শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিল না, জমিতেই পাকা ধান নষ্ট হতে চলছিল। ছাত্রলীগের ভায়েরা ধান কেটে সাহায্য করায় কৃষক সুৃমন মিয়া খুব খুশি।
মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা বলেন, মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। তারা পরবর্তীতেও কৃষকের পাশে থাকবে বলেও জানান।
মাধবদী থানা ছাএলীগের সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলছেন অসহায় কৃষকের পাশে দাড়াতে। মমতাময়ী মা র নির্দেশে আমরা মাধবদী থানা ছাএলীগের সকল কর্মিরা সদা প্রস্তুুত খবর পাওয়া মাএ কৃষকের পাকা ধান মাঠ থেকে কেটে সময় মত ঘরে তুলে দিতে।