বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
কালের খবর: সরকার ছাত্রলীগকে ডাকাত আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ডাকাতদের গ্রামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বেলা ১২টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আর বেশি দূরে নয় সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। অত্যাচার-উৎপীড়িন যত বাড়বে সরকার পতন ততই দ্রুত হবে।
তিনি বলেন, সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। সরকার ছাত্রলীগকে ডাকাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের গ্রামে পরিণত করেছে। ঢাবির ভিসির মদদেই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে।
রিজভী বলেন, যারা ছাত্রীদের গায়ে হাত দিয়েছে ও তাদের জামা-কাপড় ছিড়েছে তারা কোনো মানুষ না। ওরা কাপুরুষ।