বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
রবিবার রাতে পঞ্চগড়ে বোদা উপজেলার বামনহাট এলাকায় পঞ্চগড়-নয়াদিঘী সড়কে ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
নিহত ইউনুস উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের বোয়ালমারী গ্রামের কোরবান আলীর ছেলে।
বোদা থানার ওসি নুরুল ইসলাম জানান, রবিবার রাতে পঞ্চগড়ে বোদা উপজেলার বামনহাট এলাকায় পঞ্চগড়-নয়াদিঘী সড়কে বামনহাট থেকে বাইসাইকেলে করে ইউনুস বাড়িতে ফেরার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী নিহত হয়। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।