বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
কালের খবর
নিজস্ব প্রতিবেদক,কালের খবর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন সরকারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ঢাকাস্থ হরিণাকুন্ডু সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। ৩২ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদ দুই বছর দায়িত্ব পালন করবে।
সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের সভাপতির পদসহ প্রত্যেকটি পদের জন্য নাম প্রস্তাব হওয়ার পর উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।
কমিটিতে অন্যান্য পদে মনোনীতরা হলেন- সহসভাপতি মো. আব্দুল্লাহ মাসুদ, হাসান আহমেদ নূহ ও মো. মনিরুল আলম; যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম (স্বপন) ও মো. আসলাম উদ্দীন; অর্থ সম্পাদক মো. রিপন আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান (পিল্টু), সহ-সাংগঠনিক সম্পাদক ড. মো. আব্দুস সামাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশীদ, সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিব উদ্দীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলী হাবীব, সহ-সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. নাসির উদ্দীন, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহবুব আলম, মহিলাবিষয়ক সম্পাদক তাসলিমা কামরুল, সহ-মহিলাবিষয়ক সম্পাদক সেলিনা আকতার (ডলি), কার্যনিবাহী সদস্য মো. সালাউদ্দীন মাহমুদ পলাশ, মো. মিজানুর রহমান, খোন্দকার শরিফুল হক মুকুল, জি এম জামিরুল ইসলাম, মো. হারুনুর রশীদ, মো. আশরাফ উদ্দীন আহমেদ, মো. সাকিমুল ইসলাম, মো. মশিউর রহমান ও ইঞ্জিনিয়ার মুজিবুল হক।