সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নবীনগরে লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ মাঠে বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ জূলাই) সকাল ১০ ঘটিকায় বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস রেহানা মজিদ, নবীনগরের উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বনিক,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মোকাররম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শেদ আলম লিটন,উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বশিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ,সাধারন সম্পাদক মনির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম প্রমূখ।
শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও বিভিন্ন শ্রেনি-পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।
বক্তারা শিক্ষামূলক কর্মকান্ডের জন্য ব্যারিস্টার জাকির আহাম্মদের ভূয়সী প্রশংসা করে বলেন নবীনগরের শিক্ষা বিস্তারে ব্যারিস্টার জাকির আহাম্মদ এক অনন্য মাইলফলক।
ব্যারিস্টার জাকির আহাম্মদ বক্তব্যে নবীনগরের শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য যে,প্রতিবছরের ন্যায় এবারও ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষায় পিইসি, জেএসসি, ইবতেদায়ি ও জেডিসির প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে মেধার ভিত্তিতে ২ শত ৯৭ জন কৃতকার্য হন।
কৃতকার্য সকলের মাঝে নগদ অর্থ,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।