বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকতার হুমকি দেশের জন্য অকল্যাণকর। কালের খবর : মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর নবীনগর-কড়ইকান্দি-আড়াইহাজার রাস্তাটি খুব শীঘ্রই উদ্বোধন করা হবে : ড. সালেহউদ্দিন আহমেদ। কালের খবর বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সুস্থতা কামনায় মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু। কালের খবর মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালিত। কালের খবর মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড মহিলা দলের কাউন্সিল সম্পন্ন। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া উপজেলার নবীনগরে লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ মাঠে বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত হয়।

শনিবার  (৬ জূলাই) সকাল ১০ ঘটিকায় বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস রেহানা মজিদ, নবীনগরের উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বনিক,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার মো: মেহেদী হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মোকাররম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শেদ আলম লিটন,উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক বশিরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ,সাধারন সম্পাদক মনির হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ূম প্রমূখ।

শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও বিভিন্ন শ্রেনি-পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়।
বক্তারা শিক্ষামূলক কর্মকান্ডের জন্য ব্যারিস্টার জাকির আহাম্মদের ভূয়সী প্রশংসা করে বলেন নবীনগরের শিক্ষা বিস্তারে ব্যারিস্টার জাকির আহাম্মদ এক অনন্য মাইলফলক।

ব্যারিস্টার জাকির আহাম্মদ বক্তব্যে নবীনগরের শিক্ষার প্রসারে আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য যে,প্রতিবছরের ন্যায় এবারও ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরিক্ষায় পিইসি, জেএসসি, ইবতেদায়ি ও জেডিসির প্রায় ২ সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে মেধার ভিত্তিতে ২ শত ৯৭ জন কৃতকার্য হন।
কৃতকার্য সকলের মাঝে  নগদ অর্থ,ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com