রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
মঙ্গলবার ভোরে কুমিল্লা সদর উপজেলার কোতোয়ালি থানার বিষ্ণুপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ হোসেন রবিন (২১) ও শাহ আলম কবির সাকিব (২২) নামে দুইজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন – ওই এলাকার শানু মিয়ার ছেলে মোফাসসের হোসেন রবিন ও হুমায়ুন কবিরের ছেলে শাহ আলম কবির সাকিব।
র্যাব ১১-এর অধিনায়ক মেজর সৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার ভোরে কুমিল্লা সদর উপজেলার কোতোয়ালি থানার বিষ্ণুপুর এলাকায় রবিন ও সাকিব অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।