বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
দুই বছরের জন্য দেশ ছেড়েছেন এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবস্তী তিন্নি।সেখানে গিয়ে সন্তানসহ স্থায়ীভাবে বসবাস করবেন। গত আড়াইমাস মাস হলো কানাডায় বসবাস শুরু করেছেন এই মডেল ও অভিনেত্রী।সেখানে মেয়ে ওয়ারিশাকে সেখানকার স্কুলে ভর্তি করেছেন।তিন্নি বলেন, ‘কানাডায় আমার ভাই থাকেন। তার কাছে মাকে নিয়ে আমি এসেছি। সঙ্গে আমার মেয়েরাও আছে।’ একেবারে কানাডায় স্থায়ী হওয়ার জন্য নয়, টানা দুই বছর কানাডার বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান বলে জানান তিন্নি।জানা গেছে, দ্বিতীয় সংসার ভাঙার পরই বিদেশে চলে যাবার ব্যাপারে ভাবতে থাকেন এই অভিনেত্রী।অভিনয়ে দীর্ঘদিন বিরতি দিয়ে ২০১৫ সালে ‘একই বৃত্তে’ নাটক দিয়ে অভিনয়ে ফিরছিলেন আলোচিত মডেল-অভিনেত্রী তিন্নি। এরপর একই বছর আরও কিছু নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে। তারপর আবারও বিরতি।