বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
কালের খবর নিউজ:
সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমির হামজা নয়ন (২৬) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় ছিনতাইকারীদের ধরতে অভিযান চালালে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে আমির গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়ার পর চিকিৎসকের পরামর্শে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।