রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
কালের খবর নিউজ:
শুক্রবার দুপুর ১টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর বাজারের ভ’মি অফিসের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৬০) নিহত হয়েছেন।এ ঘটনায় মিজানুর রহমান বাবু নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।নিহত নজরূল ইসলাম রাজশাহীর চৌদ্দপাই মোহনপুর এলাকার বাসিন্দা ইউনুস আলীর ছেলে।সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিয়ন পদে কর্মরত ছিলেন।শিবপুরহাট অবস্থিত পবা হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর বাজারের ভ’মি অফিসের সামনে মোটরসাইকেলে যোগে পুঠিয়ার দিক থেকে কাটাখালির দিকে যাওয়ার পথে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর ভূমি অফিসের সামনে পৌছালে পেছন থেকে একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী নজরুল। গুরুতর আহত হোন ওই মোটরসাইকেলের চালক বাবু।আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।