বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
কালের খবর ডেস্ক :: রাজধানীর কল্যানপুর বাসষ্ট্যান্ড থেকে গতকাল ১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকার সময় অস্ত্রের মুখে বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন খন্দকারকে কালো মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে ৷
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যা সাতটার দিকে কল্যানপুর বাসষ্ট্যান্ড এর কাছে এসে একটি কালো রং এর মাইক্রোবাস থেকে ৫/৬ জন লোক নেমে অস্ত্রের মুখে মিল্টন খন্দকারকে তুলে নিয়ে যায়।ঘটনার পর থেকে মিল্টন খন্দকারের মোবাইল ফোন টি বন্ধ আছে। মিল্টন খন্দকার রাজধানীর মগবাজার এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তিনি পরিবার সহ ঢাকায় বসবাস করছেন। সন্ত্রাসীদের ভয়ে পরিবারের কেউ মুখ খুলছে না। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে অপহরন করে।