বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর :
আসন্ন উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুই চেয়ারম্যান প্রার্থীকে আবারো জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় আরচণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান এই দণ্ড প্রদান করেন।
দণ্ড প্রাপ্তরা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও)। তাদের উভয়কে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগেও রোববার তাদের দুইজনকে আচরণবিধি ভঙ্গের দায়ে ৫ হাজার করে দণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, নির্বাচনী প্রচারণার অফিস নিয়মের চাইতে বড় আকারে করায়, নির্বাচনী আচরণ বিধিমালার ১৬ ধারা তাদের দণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
পূনরায় তারা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ড আরো বাড়বে বলে জানান এসিল্যান্ড কামরুজ্জামান।