কালের খবর নিউজ:
সোমবার রাত ৯টার দিকে রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নামে এক রিকশা চলাক নিহত হয়েছেন। ঢামেক ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, সোমবার রাতে রাজধানীর শনির আখড়ার মেইন রাস্তায় একটি বাস ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।