বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : দলীয় কর্ণধার ধরে আছেন দলের দুঃসময়ের কাণ্ডারির হাত। অপার ভরসায় ধরা সেই হাত আজ চির অধরা।
২০১৬ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৈয়দ আশরাফের এই ছবি আজ এক ঐতিহাসিক স্মৃতি। ওই সম্মেলনই ছিল দলের সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফের শেষ সম্মেলন। — ফাইল ছবি : কালের খবর