বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :
২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে দেশব্যাপী ৭ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। রিজভী বলেন, রায়ের প্রতিবাদে ১১ অক্টোবর ঢাকাসহ সারদেশে বিক্ষোভ পালন করবে বিএনপি। একইভাবে সারাদেশে ১৩ অক্টোবর ছাত্রদল, ১৪ অক্টোবর যুবদল, ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করবে। একইভাবে ১৬ অক্টোবর বিএনপির কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর মহিলা দলের মানববন্ধন ও ১৮ অক্টোবর শ্রমিকদলের মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানান বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী।