রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট : রাজধানীর ঢাকার জিগাতলায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নৃশংস হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে উত্তাল শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে। আজ রবিবার সন্ধ্যা ৭ টার দিকে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংগ্রহনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মশাল মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রায় ঘন্টাব্যাপী ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ্য স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে যার কারণে অনুষদ গুলোতে শিক্ষা কার্যক্রম স্থগিত ছিল। তবে খোজঁ নিয়ে দেখা গেছে কিছু কিছু বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনিক কার্যক্রম অব্যাহত ছিল।গ
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের এ শান্তিপূর্ণ্য আন্দোলন চলবে, কেউ বাধা দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। সরকার একনায়কতান্ত্রিক শাসন চালু করেছে। দেশে আজ আইন-আদালত ভূলুণ্ঠিত হয়ে পড়েছে। ন্যায্য দাবিতে রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর মির্মম হামলা চালাচ্ছে। এভাবে একটি সভ্য দেশ চলতে পারে না। আমরা অতিদ্রুত্ব হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আহমেদ জয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক, ছাত্র ফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, সাধারণ সম্পাদক মো. দিদারসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।