সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর মুরাদনগরে তীব্র গরমে একই বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ। কালের খবর ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর
বাংলাদেশ উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে ! কালের খবর

বাংলাদেশ উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে ! কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  : মাশরাফি বিন মুর্তজা যেন ম্যাজিকে পাল্টে গেল বাংলাদেশ! উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাশরাফিরা।
বাংলাদেশের দাপুটে ব্যাটিংয়ের পর দাপুটে বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেট বাকি থাকতেই টাইগাররা ৪৯ রানের ব্যবধানে জয় তুলে নেয়।

স্ত্রীর অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে সব বাধা উপেক্ষা করে সাকিবদের সঙ্গী এখন মাশরাফি। প্রথম ওয়ানডেতে দারুণ বল করেছে মাশরাফি। নেতৃত্বে মাশরাফি আছেন বলে লক্ষ্যটা সম্ভাবনাময়ী ছিল প্রথম থেকেই।

আর ক্যাপ্টেন হতাশও করেননি। প্রথম ওয়ানডেতে ৪৯ রানের জয় তুলে নেয় টাইগাররা।

ক্যাপ্টেন বল হাতে ৪ উইকেট নিয়ে দলকে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশের পক্ষে উইকেট পায় মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, মিরাজ। মোস্তাফিজের পর পর দুই উইকেট নেওয়ার পর হ্যাট্রিকের সুযোগ পায়। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গেইল ৬০ বলে ৪০ রান করে রান আউট হন। ই লিয়েস মর্তুজার বলে আউট হন ১৭ রান করে। হোপ রুবেলের এলবি ডাব্লিউর ফাদে পরে আউট হন মাত্র ৬ রানে। মুস্তাফিজের বলে সম্ভাবনাময়ী ব্যাটসম্যান হেটমের আউট হন ৭৮ বলে ৫২ রান করে। জেএন মোহাম্মদ মিরাজের বলে ১০ রান করে আউট হন। হোল্ডার মর্তুজার বলে ১৭ রান করে আউট হন। পাওলকে শূন্য রানে ফেরান মোস্তাফিজ।

গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে নেমে ৮১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরে। ৮১ রানের সময় মোসাদ্দেকের ছুরে দেয়া বলে গেইল রান আউট হয়ে ফিরে যায়। গেইল ৪০ রান করে ৬০ বলে।

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত আনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উইকেট পাওয়া ওভারে মর্তুজা ৩ রান দিয়ে উইকেট পান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩১ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের গায়নায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে উইন্ডিজের সামনে ২৮০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান তুলতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ১৩০ রান করেন। এ ছাড়া সাকিব করেন ৯৭ রান। শেষের দিকে ১১ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com