শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন
নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার -৫ নবীনগর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু বৃহষ্পতিবার দুপুরে নবীনগর উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন । উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জয় সাহা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হুমায়ন কবীর, ক্লাবের সাধারন সম্পাদক খান জাহান আলী চৌধুরী প্রমুখ। এসময় রাজিব আহসান চৌধুরী পাপ্পু বলেন, আগে দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি পরে আমরা নির্বাচন নিয়ে ভাববো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় |
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন।