সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
কালর খবর ডে্স্ক :
সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন আগ্রাসনে প্রমাণিত হয়েছে, দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার জনগণ বিজয়ী হয়েছে। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন সামরিক আগ্রাসনের লক্ষ্য বর্ণনা করতে গিয়ে কাসেমি বলেন, সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে জঙ্গিদের কাছ থেকে দেশের বিশাল এলাকা পুনরুদ্ধার করেছে। সরকারের এ বিজয় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক পাশ্চাত্যের পক্ষে মেনে নেয়া কঠিন। কাজেই সে বিজয়ের ধারাবাহিকতায় ছেদ আনার লক্ষে সিরিয়ায় আগ্রাসন চালানো হয়েছে।
ইরানের এ মুখপাত্র বলেন, যখনই উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরনের সাফল্য পেয়েছে তখনই কোনো না কোনো বাহানায় দেশটির বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে পাশ্চাত্য। সিরিয়ায় তৎপর জঙ্গিদের পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য এ ধরনের হামলা চালানো হয়। বাহরাম কাসেমি বলেন, সব আন্তর্জাতিক আইন ও ঘোষণার মানদ-ে এ হামলা বেআইনি ও অন্যায়।
তিনি আরো বলেন, আমেরিকা এর আগেও জাতিসংঘকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও ইরাকে আগ্রাসন চালিয়েছে। এভাবে চলতে থাকলে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার কার্যকারিতা হারাবে বলেও তিনি উল্লেখ করেন। পারস
দৈনিক কালর খবর / কে /এল