রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকায় ৫ বছরের এক কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় আল মামুন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, কলসী দীঘির একটি ভবনের কেয়ার টেকার মামুন। আর যৌন নিপীড়নের শিকার শিশুটি স্থানীয় রিকশা চালক শরীফুল ইসলামের মেয়ে।
বন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটির মা গার্মেন্টস এ চাকরি করেন তার বাবা রিকশা চালক। মামুন যে ভবনের কেয়ার টেকার শিশুটির পরিবার ওই ভবনের পাশে থাকতো।
এ সুযোগে মামুন গত বৃহ¯পতিবার বিকেলে শিশুটিকে একা পেয়ে চকলেটের লোভ দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে কান্নাকাটি শুরু করে। আশপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে।
শিশুটির মা বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার রাতে থানায় অভিযোগ করেন।
কালের খবর -/১৭/৩/১৮