শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
মোঃ সোহেল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, কালের খবর : ঠাকুরগাঁও সদর হাসপাতালে অসুস্থ্য অবস্থায় ভর্তি শিশু নুসরাত (১২)কে গত ২৮ নভেম্বর দেখতে যান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার। এসময় তিনি অসুস্থ্য শিশু নুসরাত (১২) এর পরিবারের সাথে কথা বলেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। উক্ত রোগী যাতে ভালো চিকিৎসা পেতে পারে এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য পুলিশ সুপার মহোদয় সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অফিসার ইনচার্জ (সদর থানা), অন্যান্য অফিসারবৃন্দ এবং মিডিয়া কর্মীগণ।