রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদক : চাঁদপুর জেলার পল বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান ভস্মীভূত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চাঁদপুর অগ্নি নির্বাপণ কেন্দ্রের সিনিয়র স্টেশন ম্যানেজার ফারুক আহমেদজানান, বাজারের একটি দোকানের রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা খুব অল্প সময়ের মধ্যে অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত একটি দোকানের মালিক জানান, অগ্নিকাণ্ডে তার মুদি দোকান ও গুদামঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে তার অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।