মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঘন্টাব্যাপী সভা শেষে খাগড়াছড়ি প্রেস ক্লাব ও খাগড়াছড়ি সসাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকদ্বয় যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।
বুধবার (১২ ফেব্রুয়ারী) চলমান পরিস্থিতিতে খাগড়াছড়িতে সাংবাদিকদের পেশাগত মান মর্যাদা বৃদ্ধি সুরক্ষায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে সাামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে সাংবাদিকদের হয়রানি রোধে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপদি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে যৌথ সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইইনুছ, সাধারন সম্পাদক ইশতিয়াব আহমেদ নিপু, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সমীর মল্লিক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কানন আচার্য প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে চেয়ারম্যানের সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ প্রচারণার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
একই সাথে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত হয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ও পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাব্রত্তি হলে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সাংবাদিকতার মান মর্যাদা রক্ষায় নিজেদের মধ্যে পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সকলের সহযোগীতা কামনা করা হয়।