রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
এম আই ফারুক আহমেদ, কালের খবর :
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস দেওয়ায় ডেমরার ৬৬ নং ওয়ার্ডে আনন্দ মিছিল করেছে সেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুর হোসেন নুরু ভূঁইয়ার নেতৃত্বে সোমবার বার বিকালে ৬৬নং ওয়ার্ডের সাইনবোর্ড থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।
মিছিলটি পঞ্চায়াতের মোড়ের সামনে থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন মোড় ঘুরে সাইনবোর্ডে এসে শেষ হয়। এতে সেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির ৬৬নং ওয়ার্ড সভাপতি মো. নুর হোসেন নুরু ভূঁইয়া, ডেমরা থানা সেচ্ছাসেবক দলের সি:যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মানিক , ডেমরা থানা কৃষক দলের রাশেদুল হক শ্যামল, ঢাক মহানগর ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক রুবেল আহম্মেদ রানা ও ৬৬নং ওয়ার্ডের বিএনপি নেতা মো. সোলেমান মিয়াসহ সেচ্ছাসেবক দল ও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।