রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
।। গোলাম মহিউদ্দীন ফারুক স্বপন, কালের খবর ।।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর সৃষ্ট বাংলাদেশী জাতীয়তাবাদ সময়ের পরিক্রমায় বিকাশ লাভ করে সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে এবং এর রূপকল্প ধারণ করেন তরুণ প্রজন্মের অত্যন্ত প্রিয়ভাজন জননেতা জনাব তারেক রহমান। তারেক রহমান অতুলনীয় প্রশিক্ষণকাল শুধু রাজনীতির জন্য ব্যয় করেছেন। সেই মজলুম জননেতা জনাব তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। বারবার বাধাগ্রস্ত করা হয়েছে তাঁর রাজনীতির চলার পথ। প্রশ্ন হচ্ছে তারেক রহমান রাজনীতি করবেন কি করবেন না, তার সিদ্ধান্ত কি বর্তমান মন্ত্রীরা নিবেন? না জনগণ? তারেক রহমানের যে রাজনৈতিক প্রশিক্ষণ আছে, বাংলাদেশের আর কোন রাজনীতিবিদের সে প্রশিক্ষণ নেই। তার সম্পর্কে যতটুকু পড়াশুনা করা সম্ভব হয়েছে তা থেকে প্রতীয়মান হয় যে তারেক রহমান তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের সাথে মিলিত হয়ে সমগ্র বাংলাদেশ চষে বেড়িয়েছেন। তিনি প্রায় ৬৯,০০০ তৃণমূল নেতা-কর্মীর সাথে সম্মেলন করেছেন সমগ্র দেশব্যাপী। ব্যাপক ষড়যন্ত্রের মুখে তাঁর জীবন বারবার বিপন্ন হয়েছে। এই মজলুম জননেতাকে নিয়ে যে কূটরাজনৈতিক খেলা চলছে, গণমাধ্যমের অপপ্রচারে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করা হয়েছে, সে খেলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি ফ্যাক্টর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হিসেবে আজ প্রতিষ্ঠিত কারণ জনগণ জানে জনগণের পাশে ৩১ টাফা নিয়ে বিএনপির যে প্রস্তাবনা এর রূপক চিন্তা চেতনা একমাত্র গণ মানুষের নেতা জনাব তারেক রহমান, আজ সারাদেশে সাধারণ মানুষের একটি আকাঙ্ক্ষা বিএনপির ৩১দফা তারেক রহমানের, এই ৩১ দফা বাস্তবায়ন করা হোক, তিনি ক্ষমতার লোভ লালসার ঊর্ধে উঠে যিনি বলেছেন আমি কোন ভাবেই দেশের রাজনীতিকে অপরাজনীতি পরিণত হতে দেব না তারই ফলশ্রুতিতে বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি থাকতে পারবে না , তারেক রহমানের ভিশন বাংলার জনগণ তার ভোটাধিকার নিজে প্রয়োগ করে সঠিক গণতন্ত্র ফিরে আসুক তাতেই জনগণের মালিকানা জনগণ পাক এই আকাঙ্ক্ষা তারেক রহমানের এবং গণমানুষের মোটা ভাত ও মোটা কাপড়ের নিশ্চয়তা বিধানে জননেতা তারেক রহমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আজ বাংলাদেশীরা তৈরি।
যিনি বাংলাদেশী জাতীয়তাবাদের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে সকলকে আহ্বান জানান। বাংলাদেশের বহু ভাষার লোকজন আছে কিন্তু ভূখণ্ড একটাই বাংলাদেশ , তাই আমাদের পরিচয় হোক একটি বাংলাদেশী।।
আজ সময়ের ব্যাপার তারেক রহমান বাংলাদেশের অবশ্যম্ভাবী নেতা।।
লেখক ও কলামিস্ট: গোলাম মহিউদ্দীন ফারুক স্বপন
email: gmfaruk29@yahoo.com