রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
কালের খবর রিপোর্ট :
ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে গণহত্যার বিচারের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার বিচারের স্বার্থে বিচারের প্রক্রিয়ায় তাকে থাকতে হবে। কারণ এখানে দায়দায়িত্বের একটা ব্যাপার আছে। সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে। সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়ায় হবে, দুই দেশের মধ্যে কীভাবে কথা হবে, সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার। যখন আইনি প্রক্রিয়াটা শুরু হবে, তখন এগুলো আমরা দেখব।’
তিনি বলেন, ‘আমাদের চেষ্টা হবে পাশের দেশসহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা। তবে সেটা হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে। এটা বারবার স্পষ্ট করা হচ্ছে। এখানে কোনো নতজানু নীতির বিষয় নেই। যেটা আমাদের অধিকার, আমাদের প্রাপ্য এবং যেটা আমাদের বিবেচনায় সঠিক, সেই কথাগুলো যে যে চ্যানেলে বলা দরকার তা কূটনৈতিক হোক, রাজনৈতিক হোক বা ব্যক্তিগত বা আন্তর্জাতিক পর্যায়ে হোক; আমরা সেটা বলব।’