বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
মুরাদনগরে নিবার্চনের আচরন বিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রার্থী ও ইউপি চেয়রম্যানকে শোকজ। কালের খবর

মুরাদনগরে নিবার্চনের আচরন বিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রার্থী ও ইউপি চেয়রম্যানকে শোকজ। কালের খবর

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় উঠান বৈঠকে ১০লক্ষ টাকা অনুদান দেয়ায় নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন ও উপজেলা সদর ইউনিয়ন পরিষদ ভবনে নৌকা প্রতীকের নির্বাচনি সভা করায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুরিজ এটনকে শোকজ করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা এই শোকজ করেন ।
শোকজে বলা হয়, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুরাদনগর ২৯ডিসেম্বর  প্রেরিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর উপজেলার রহিমপুর ঈদগাহ মাঠে উঠান বৈঠকে ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য দশ লক্ষ টাকার তাৎক্ষণিক অনুদান প্রদান করেন। এছাড়া ধাপে ধাপে পঁচিশ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচিতের প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ কেন প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে জবাবসহ স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে আগামি ২ জানুয়ারি কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালত উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অপর দিকে, গত ২৪ ডিসেম্বর মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের পক্ষে নির্বাচনী বৈঠকের আয়োজন করেন চেয়ারম্যান কাজী তুরিজ এটন। সরকারি ভবন, বিদ্যুৎ, সরকারি আসবাবপত্র এবং পরিষদের অর্থায়নে ক্রয় করা সাউন্ড সিস্টেম ব্যবহারসহ আপ্যায়নের ব্যবস্থা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযোগের বিষয়ে স্বপক্ষে কোন বক্তব্য থাকলে সাক্ষ্য-প্রমাণসহ আগামী ২ জানুয়ারি কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদাতে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারি রিটানিং অফিসার ও মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকতার্ আব্দুস সামাদ শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকার প্রার্থী ইউছুফ আব্দুল্লাহ হারুন ও সদর ইউনিয়ন পরিষদেরে চেয়ারম্যানকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। আগামী ২ তারিখের মধ্যে শোকজের উত্তর দেওয়ার নিদের্শ প্রধান করা হয়েছে।
মুঠোফোনে নৌকার প্রার্থী ও সদর ইউপি চেয়ারম্যানকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com