সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর মুরাদনগরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত। কালের খবর স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। কালের খবর সাতক্ষীরায় চার পিচ স্বর্ণের বার সহ আটক এক। কালের খবর সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই। কালের খবর তারুণ্যের অহংকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। কালের খবর এক দফার আন্দোলনকে ব্যর্থ করতে বর্তমান যুবদল সরকারের সাথে আঁতাত করেছিল : অভিযোগ সাবেক নেতাদের। কালের খবর রোববার ৫ নির্দেশনায় খুলছে স্কুল-কলেজ, , বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক। কালের খবর সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর
যশোরে তুচ্ছ ঘটনায় মহিলা আইনজীবীর হাতে বাবার বয়সী রিকশাচালককে জুতাপেটা। কালের খবর

যশোরে তুচ্ছ ঘটনায় মহিলা আইনজীবীর হাতে বাবার বয়সী রিকশাচালককে জুতাপেটা। কালের খবর

 

আবেদ হোসাইন, যশোর প্রতিনিধি, কালের খবর :
যশোরে তুচ্ছ ঘটনায় আরতি রাণী ঘোষ নামে এক মহিলা আইনজীবীর হাতে বাবার বয়সী এক রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে । দুপুরে যশোরে আদালতের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরে আইনজীবী আরতি রাণী ঘোষ প্রচন্ড মারমুখী হয়ে রিকশাচালকের কলার ধরে মুখে চড়-থাপ্পড় মারছেন এবং বলছেন, ‘তুই আগে চাবি দে।’ এ সময় রিকশাচালককে জোড় হাত করে বারবার ‘আপা আপনার পায়ে ধরছি। ভুল হয়ে গেছে।’ কিন্তু আইনজীবী কোনো কিছুর তোয়াক্কা না করে মারধর করতে করতে রিকশাচালকের লাইসেন্স চান এবং বলেন, ‘দেখ তোর কী করি।’

এ সময় লাল গেঞ্জি পরিহিত এক তরুণ আইনজীবীকে নির্বৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। সেখানে উপস্থিত পথচারীরাও এ ঘটনার প্রতিবাদ করেন। ভিডিওতে এক সাংবাদিককে বলতে শোনা যায়, ‘আপনি উকিল মানুষ হয়ে তাকে কোন আইনে মারছেন? তাকে ছাড়েন। আপনি তাকে জুতা দিয়ে মেরেছেন। তাকে আইনে সোপর্দ করুন।’ এ সময় আইনজীবী ঐ সাংবাদিকের সাথে ঔদ্ধত্য আচরণ করে বলেন, ‘আপনার সাথে কথা বলব না।’ । এতে অনেকেই হতবাক হয়ে বলেন এই আইনজীবীর খুঁটির জোর কোথায় যে সে কাওকে পরোয়া করছে না।

আরতি রাণী ঘোষ সাংবাদিকদের জানান, সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারপিট করেন। মারধর করা ঠিক হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওকে কি পুজো করব?’

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহক বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা তার (আরতি রাণী ঘোষ) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’ আইনজীবীদের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com